আরও ৫০ পয়সা দাম বাড়ল ডলারের

বাংলাদেশ ব্যাংক আরও ৫০ পয়সা বাড়িয়েছে মার্কিন ডলারের দাম । এখন প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা, আগে যা ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা। নতুন দামে রিজার্ভ থেকে আজ ৭ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোতে এই দামে কোনো ডলার কেনাবেচা হচ্ছে না। সংকটের কারণে গতকাল ব্যাংকগুলো ১০০ টাকার বেশি দামে প্রবাসী আয় সংগ্রহ করেছে। একই দামে আমদানিকারকদের দায় শোধ করেছে। ফলে বাংলাদেশ ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য রয়ে গেছে ৫ টাকার বেশি। ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়ে হয়েছে ৭ কোটি ডলার বিক্রি করা হয়েছে।

 

ডলার-সংকট নিরসনে গত বৃহস্পতিবার একসঙ্গে চারটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেগুলো হলো ব্যাংকের ডলার ধারণের সীমা (এনওপি) হ্রাস, রপ্তানিকারকের প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) ধারণকৃত ডলারের ৫০ শতাংশ নগদায়ন, ইআরকিউ হিসাবে জমা রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার তহবিল অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে স্থানান্তর। এ ছাড়া ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বেসরকারি যেকোনো আমদানি ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়। এর ফলে সংকট কিছুটা কমার আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে অনেক রপ্তানিকারক তাঁদের রপ্তানি প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) রাখা বিদেশি মুদ্রা বিক্রি করছেন। ব্যাংকগুলো এই ডলার কিনে আমদানি দায় শোধ করছে। একইভাবে অনেক ব্যাংকও নিজেদের  কাছে রাখা ডলারও বিক্রি করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর কাছে ইআরকিউর ৭৪ কোটি ৪০ লাখ ডলার জমা ছিল। বুধবার পর্যন্ত এর মধ্য থেকে ২৪ কোটি ৭০ লাখ ডলার ছেড়েছেন রপ্তানিকারকেরা। সামনে আরও ডলার বিক্রি করতে হবে তাদের।