ইআরকিউ হিসাবের স্থিতির ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

 

জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা করা হয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

BB

প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ/৬০ শতাংশ হতে পারে। তবে তথ্যপ্রযুক্তি খাতে এই হার ৭০ শতাংশ। একইভাবে রিটেনশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে তা করা হয়েছে ৭ দশমিক ৫০, ৩০ ও ৩৫ শতাংশ করা হয়েছে, যা বলবৎ থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ প্রসঙ্গে একজন ব্যাংকার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়বে।