পদ্মা ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক যেসব ব্যাংকের সঙ্গে সভা করছে, তার সব কটিই ডুবতে থাকা ব্যাংক। এ ছাড়া যেসব ব্যাংকের বড় ঋণ অনিয়মের ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে উঠে এসেছে, সেগুলোও তদারকির মধ্যে আনা দরকার। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোনো কোনো ব্যাংকের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ খেলাপিযোগ্য বলে ধরা পড়েছে।

সংকটে থাকা পদ্মা ব্যাংকের সঙ্গে এবার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মালিকানা ও নাম বদলে যাওয়ার পর ব্যাংকটির উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তার সঙ্গে সভা করেছে বাংলাদেশ ব্যাংক।

আলোচনা সভায় প্রথমে পদ্মা ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, দ্রুতই এসএমই খাতে ঋণ দেওয়া শুরু হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে অর্থ দেওয়ার আবেদন জানিয়েছে ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংককে পুনঃ অর্থায়ন দেয় না। সেখানে পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় ৬৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের চিত্র তুলে ধরে জানায়, একটি সমঝোতা স্মারক সই হবে। পদ্মা ব্যাংকের সঙ্গে আলোচনা করেই এমওইউ তথা চুক্তির শর্তগুলো চূড়ান্ত করা হবে। এতে তিন বছরের মধ্যে ব্যাংকটির দৃশ্যমান উন্নতির লক্ষ্য থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সভায় ব্যাংকটির সূচক পর্যালোচনা করা হয়েছে। তাদের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির সঙ্গে একটি চুক্তি হবে।

বাংলাদেশ ব্যাংক আর্থিক সূচকে দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তাদের সঙ্গে সভা শুরু করেছে। সভার পর এসব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে। এরই অংশ হিসেবে গতকাল পদ্মা ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সভা করে।

এর আগে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ কমার্স ব্যাংক ও বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের সঙ্গে সভা করেছে বাংলাদেশ ব্যাংক। কোনো কোনো ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক তিন বছর মেয়াদি এমওইউ সই করছে বলে জানা গেছে।