স্কয়ার দেবে ২ কোম্পানি হাজার কোটি টাকা মুনাফা

শেয়ারধারীদের মধ্যে এবার রেকর্ড ৯৫৫ কোটি টাকা মুনাফা বিতরণ করবে স্কয়ার গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল। এর মধ্যে স্কয়ার ফার্মা বিতরণ করবে ৮৮৬ কোটি টাকা আর স্কয়ার টেক্সটাইল বিতরণ করবে ৬৯ কোটি টাকা। গত বছর এ দুই কোম্পানি মিলে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছিল ৫৭০ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের তুলনায় এ বছর ৩৮৫ কোটি টাকা বেশি বিতরণ করবে কোম্পানি দুটি। গত জুনে শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরের জন্য স্কয়ারের তালিকাভুক্ত দুই কোম্পানি মিলে ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

 

গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানি দুটি রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার এ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতে টাকার অঙ্কে বিতরণ করা লভ্যাংশের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৬৮ শতাংশ বা ৩৮৫ কোটি টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

স্কয়ার গ্রুপ সূত্রে জানা গেছে, ১৫ বছর পর আবারও বিনিয়োগকারীদের জন্য রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। চলতি বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটিই স্কয়ার ফার্মা ঘোষিত সর্বোচ্চ নগদ লভ্যাংশ। তবে বোনাস ও নগদ মিলিয়ে এর আগে ২০০৭ সালে ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। সেই হিসাবে এবারের লভ্যাংশ ১৫ বছরের ব্যবধানে সর্বোচ্চ। তালিকাভুক্তির পর দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২১-২২ অর্থবছর শেষে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৫১ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।

এ ছাড়া স্কয়ার টেক্সটাইল ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশ বাবদ কোম্পানিটি ৬৯ কোটি টাকা বিতরণ করবে। আগের অর্থবছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৯ কোটি টাকা বিতরণ করেছিল। কোম্পানি সূত্রে জানা গেছে, গত জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি প্রায় ১৯৬ কোটি টাকা মুনাফা করেছে।