ধারনা করা যাচ্ছে ডলার এর সাময়িক চাহিদা মিটে আবার সংকট শুরু হতে পারে।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট

এ বিষয়ে বলেছেন, এ পর্যন্ত ডলার সংক্রান্ত যত উদ্যোগই নেওয়া হয়েছে, তার সবই স্বল্পমেয়াদি।

ডলার–সংকট নিরসনে যেসব পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, তাতে হয়তো পাঁচ-সাত দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু পুনঃরায় আগের অবস্থায় ফিরে আসবে। এতে করে সাময়িক চাহিদা মিটে আবার সংকট শুরু হবে, যার ফলে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিতে হবে এবং সাথে ঋণের সুদহারের সীমাও তুলে দিতে হবে। ঋণের সুদ কম হওয়ায় টাকা সহজলভ্য হয়ে উঠেছে, ফলে মানুষের চাহিদাও বেড়ে গেছে এই ধরনের চাহিদা কমাতে সুদের হারের সীমা তুলে দিতে হবে।

 

এবং এর সাথে রপ্তানি আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। প্রবাসী আয় বাড়াতে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য কমিয়ে আনতে হবে, কেবলমাত্র দামের পার্থক্য কমে এলেই বৈধ পথে প্রবাসী আয় বাড়বে।