Best FDR Accounts in Bangladesh 

Fixed Deposit Interest Rates in Bangladesh

fixed deposit receipt (FDR) is a financial instrument provided by banks in Bangladesh which is  provide investors with a higher rate of interest than a regular savings account, until the given maturity date.  Fixed deposit receipt or (FDR) are quite popular in Bangladesh. Many people prefer to save their money for different lengths. Almost all commercial banks in Bangladesh offer FDR account facility in Bangladesh. As mentioned before, it one of most popular products in re tail commercial banking in Bangladesh.

Best FDR accounts in Bangladesh

 

সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছর অথবা তার  বেশি সময়ের জন্য ব্যাংকগুলোতে আমানত রাখার সুযোগ রয়েছে। আমানতের বিপরীতে যে সুদ দেয়, তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ী আমানতে সুদের হার (এফডিআর)। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার  জন্য সচেতন মানুষ ব্যাংকে স্থায়ী আমানত করেন। কিন্তু সব ব্যাংক একই ধরনের সুবিধা দেয় না। এক্ষেত্রে কষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি সুদ বা মুনাফা মিলবে তার খোঁজে থাকেন সঞ্চয়কারীরা।বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন মেয়াদে অফার করে থাকে,  বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের FDR একাউন্ট ও এর সুদের হার গুলো  একেক ধরনের হয়ে থাকে।

Lists of Best FDR Accounts in Bangladesh

এসসিবিএস (Scheduled Commercial Banks)  ব্যাংকগুলোর মধ্যে আছেঃ

Best Fixed Deposit Accounts in Bangladesh (Public Own Banks)

*  Agrani Bank অগ্রনী ব্যাংক ৬মাসে সুদের হার দিচ্ছে ৬.২৫%  এবং এক-দুই বছরে দিচ্ছে ৬.৫০%

Janata Bank জনতা ব্যাংক ৬-মাসে সুদের হার দিচ্ছে ৬.২৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৬.৫০%

Rupali Bank রুপালী ব্যাংক দিচ্ছে ৬মাসে সুদের হার ৬.১৫%  এক-দুই বছরে দিচ্ছে ৬.৫০-৬.৭৫% এবং  তিন বছর বা তার       থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৬.৫০-৬.৭৫%

Sonali Bank সোনালী ব্যাংক ৬ মাসে দিচ্ছে সুদের হার ৫.৭৫- ৬.১৫% এবং এক বছরে দিচ্ছে ৬.১৫%

 

পিসিবিএস (Private Commercial Banks) ব্যাংকগুলোর মধ্যে আছেঃ

Best Fixed Deposit Accounts in Bangladesh (Private Banks)

Primer Bank Limited প্রিমিয়ার ব্যাংক দিচ্ছে ৬মাসে  সুদের হার ৬.০০-৬.২৫% এক-দুই বছরে দিচ্ছে ৪.৫০-৬.৭৫% এবং        তিন বছর বা তার  থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৪.৫০-৬.১৫%

Brac Bank Limited  ব্র্যাক ব্যাংক দিচ্ছে ৬ মাসে সুদের হার ৫.৫০- ৬.৫৫% এক-দুই বছরে দিচ্ছে ৬.১৫-৭.০০%  এবং  তিন        বছর বা তার থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৬.৫০-৬.৭৫%

*  Dhaka Bank Limited  ঢাকা ব্যাংক দিচ্ছে ৬ মাসে সুদের হার ৫.০০-৬.২৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৫.০০- ৬.৫০% এবং      তিন বছর বা তার  থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৬.২১%

Islami Bank Limited ইসলামী ব্যাংক দিচ্ছে ৬মাসে সুদের হার ৪.৪০-৬.১৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৪.৫৫-৬.১৫%              এবং  তিন বছর বা তার  থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৪.৬০-৬.২৫%

Jamuna Bank Limited যমুনা ব্যাংক দিচ্ছে ৬মাসে সুদের হার ৪.০০-৬.৩৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৪.০০-৬.৩৫%

One Bank Limited (OBL) ওয়ান ব্যাংক দিচ্ছে ৬মাসে সুদের হার ৪.২৫- ৬.১৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৪.৫০-৬.১৫%        এবং  তিন বছর বা তার থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৪.৫০-৬.১৫%

South East Bank Limited সাউথইস্ট ব্যাংক দিচ্ছে ৬মাসে সুদের হার ৪.০০-৬.৫০ এবং এক-দুই বছরে দিচ্ছে ৪.০০- ৬.৭৫%

* Dutch Bangla Bank Limited (DBBL)  ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে ৬ মাসে সুদের হার ২.৫০-৬.১৫% এবং এক-দুই বছরে দিচ্ছে     ৩.০০-৬.১৫% এবং  তিন বছর বা তার থেকে বেশি সময়ে জন্য দিচ্ছে ৩.০০-৬.১৫%

 

এফবিএস (FBS) ব্যাংকগুলোর মধ্যে আছেঃ

* এস আই বি ব্যাংক(SFBS) ৬ মাসে সুদের হার দিচ্ছে ৩.৫০-৬.১৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ৩.০০-৬.১৫%

* আল ফালাহ ব্যাংক  ৬ মাসে সুদের হার দিচ্ছে  ২.০০-৬.৭৫% এবং এক-দুই বছরে দিচ্ছে ২.৭৫-৬.৭৫%

These figure might be changed after a certain period of time. Please contact and discuss the bank in detail before opening a fixed deposit account. Please do not hesitate to contact our experts if you need any further advise regarding Fixed Deposit Account (FDR) or any other form of investment. Good luck with a safe and profitable investment.

By-Money Market BD,

Data Source- This lists of

Best Fixed Deposit Accounts in Bangladesh updated from Bangladesh Bank 10 November 2022.